স্টাফ রিপোর্টারঃ টঙ্গীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে টঙ্গী থানা পুলিশ। আটককৃতরা হলো- মাদক ব্যবসায়ী ডালিম (২৫) ও রাকিব হাসান (৩০)।
শনিবার ভোররাতে স্থানীয় মরকুন কবরস্থান মসজিদ এলাকা ও আনারকলি রোড থেকে পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থান দুটিতে টঙ্গী থানা পুলিশ অভিযান চালিয়ে ডালিম ও রাকিবকে আটক করে। তাদের দেহ তল্লাশী করে ডালিমের কাছ থেকে ২০ পিচ ও রাকিবের কাছ থেকে ৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডালিমের সহযোগী মাদক বিক্রেতা ইকবাল পালিয়ে যায়।
এ ঘটনায় টঙ্গী থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে আটককৃতদের গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।