আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি আগামী ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে। চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। ফিরতি টিকেট দেওয়া হবে ৩ অক্টোবর থেকে।
রেলমন্ত্রী মো. মুজিবুল হক মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
মন্ত্রী জানান, মন্ত্রী জানান, ঈদ উপলক্ষে মোট ৫ জোড়া ট্রেন ছাড়া হবে। যাত্রীদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীও নিয়োজিত থাকবে।
ঈদের সময় সব সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে বলেও জানান তিনি।
চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ৬ অক্টোবর ঈদুল আজহা উদযাপিত হওয়ার কথা। তা হলে ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি থাকবে। আর ৪ অক্টোবর থাকবে বিজয়া দশমীর ছুটি। সঙ্গে শুক্র ও শনিবার মিলে টানা ছয়দিনের সরকারি ছুটি থাকবে।