উচ্চ আদালতের নির্দেশে গাজীপুরের তুরাগ নদীতে অবৈধ দখল উচ্ছেদে অভিযান শুরু করেছে গাজীপুর জেলা প্রশাসন।
জেলা প্রশাসক মোঃ নুরুল ইসলামের নেতৃত্বে বুধবার দুপুরে তুরাগ নদীর ধৌর এলাকায় বাদাম মৌজায় উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়।
এখানে একটি কারখানা সহ বিভিন্ন অবৈধ দখল উচ্ছেদ কাজে জেলা প্রশাসনের কর্মচারী ও শতাধিক শ্রমিক অংশ নেয়।
উচ্ছেদ কাজে বিআইডব্লিউটিএ, পানি উন্নয়ন বোর্ডসহ সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর সহযোগিতা করছে। এসময় গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেবাস্টিন রেমা, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক আব্দুল্লাহ সাজ্জাত, কয়েকজন সহকারী কমিশনার উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক মোঃ নুরুল ইসলাম বলেন, উচ্চ আদালতের নির্দেশে পূর্বে উচ্ছেদ করা হলেও দখলদাররা পুনরায় দখল নিয়েছে। একারণে আমাদের উচ্ছেদ অভিযান আবার শুরু হয়েছে। সকল অবৈধ দখল উচ্ছেদ না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে।