ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতিসংঘের ৬৯তম সাধারণ অধিবেশন এবং ২৯তম বিশেষ সেশনের ক্রেডেনশিয়াল কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছে।
৯ সদস্যের এই কমিটির বাংলাদেশ ছাড়া বাকি ৮টি প্রভাবশালী সদস্য রাষ্ট্রের সমর্থনে বাংলাদেশ এই কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পায়।
সোমবার ঢাকায় প্রাপ্ত জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের এক সংবাদবিজ্ঞিপ্তিতে এ কথা জানান হয়।
এতে বলা হয়, এই কমিটির অন্য সদস্যরা হচ্ছে- চায়না, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ডেনমার্ক, জ্যামাইকা, নামিবিয়া, সেনেগাল এবং ব্রাজিল।
এই কমিটির চেয়ারম্যান নিযুক্ত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ মিশনের কাউন্সিলর মোহাম্মদ মাহমুদুজ্জামান কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করেন।
প্রসঙ্গত, বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন গত ১৯ সেপ্টেম্বর ক্রেডিনশিয়াল কমিটির চেয়ারম্যানের দায়িত্ব বুঝে নেন এবং প্রথম সভায় মিলিত হন।
তিনি এই কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নেয়ার পর এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, ক্রেডিনশিয়াল কমিটির অন্য সদস্যদের আস্থা জাতিসংঘে বাংলাদেশের বিশেষ সক্রিয়তার পরিচয় বহন করছে যা আমাদের জন্য সম্মান ও গৌরবের।
সূত্র: বাসস