স্টাফ রিপোর্টারঃ বিকেএসপিতে দেশীয় কোচ এর দক্ষতা বৃদ্ধির ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসাথে বিকেএসপিতে উন্নয়ন খাতে যে সকল কোচ কাজ করছেন তাদেরকে রাজস্ব খাতে স্থানান্তর করা এবং বাংলাদেশে একটি ক্রীড়া বিশ্ববিদ্যালয় স্থাপন ও বিশ্ববিদ্যালয়গুলোতে খেলোয়াড় কোটা পুনঃপ্রবর্তণের সুপারিশ করা হয়।
রবিবার দশম জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৬ষ্ঠ বৈঠক সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য বীরেন শিকদার, আরিফ খান জয়, মো. মাহবুব আলী, মো. নূরুল ইসলাম তালুকদার এবং আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
কমিটির বৈঠকে আগামী নভেম্বর মাসে মানিকগঞ্জ জেলায় যুব প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের জন্য স্থান নির্ধারণে স্থানীয় সংসদ সদস্য, কমিটির সদস্য এবং সচিবসহ সরেজমিনে পরিদর্শনের সুপারিশ করা হয়।
বৈঠকে খেলার মাঠে প্রবেশের গেট-মানির পরিমাণ বিসিবি এবং জাতীয় ক্রীড়া পরিষদের সমন্বয়ে নির্ধারণের বিষয়েও সুপারিশ করা হয়।
বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, বিকেএসপির মহাপরিচালক, বিসিবি’র দুইজন পরিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।