স্টাফ রিপোর্টারঃ গাজীপুর মহানগরের জয়দেবপুর রেলজংশনে বৃহস্পতিবার দুপুরে উচ্চ গতি সম্পন্ন ইন্টারনেট প্রযুক্তি ওয়াই-ফাই জোনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম।
ওই রেলওয়ে জংশনে জেলা প্রশাসনের সহায়তায় একসঙ্গে একশত ব্যবহারকারী বিনা খরচে ওয়াই-ফাইয়ের সুবিধা ভোগ করতে পারবেন।
এসময় অধ্যক্ষ এমএ বারী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেবাস্টিন রেমা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মহসিন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোস্তফা কামাল, ডেপুটি কালেকটর নেজারত (এনডিসি) সাজিদ আনোয়ার, গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া রহমান, গাজীপুর সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) বিনীতা রানী ও স্টেশন মাস্টার জিয়া উদ্দিন সরদার উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম জানান, গাজীপুরের ঐতিহ্যবাহী ভাওয়াল রাজবাড়ির মাঠকেও বিনামূল্যে ওয়াই-ফাই জোনের আওতায় আনা হয়েছে। সেখানেও একসঙ্গে একশ জন ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। বৃহস্পতিবার দুপুর থেকেই এলাকাবাসী ওই সুবিধা ভোগ করতে পারছেন। সেখানেও একসঙ্গে একশ জন ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। জেলা প্রশাসনের উদ্যোগে আসনের ব্যবস্থা করা হচ্ছে।
তিনি বলেন, জংশন এলাকায় ডিজিটাল মনিটর স্থাপন করে তাতে যাত্রীদের ট্রেন ছাড়ার সময়সূচি জানিয়ে দেয়া হবে এবং নিরাপত্তা ও নজরদারি জোরদার করতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।