স্টাফ রিপোর্টারঃ গাজীপুর জেলা পুলিশের মাদক বিরোধি আন্দোলনের কর্মসূচির অংশ হিসাবে মাদক বিরোধী বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের সামনে এ উপলক্ষে শনিবার সকালে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।
গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের সভাপতিত্বে এতে স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, সংসদ সদস্য সিমিন হোসেন রিমি ছাড়াও চলচিত্র অভিনেতা আলমগীর ও আকবর হোসেন পাঠান ফারুক বক্তব্য রাখেন।
গাজীপুরের সর্বস্তরের জনগণের অংশ গ্রহনে বর্ণাঢ্য র্যালীর আগে বিপুল পরিমান মাদক ধ্বংস করা হয়। হাতুরি দিয়ে মাদকের ক্যান ধ্বংস করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এর সূচনা করেন।
গণসচেতনতামূলক এ প্রচার অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলতে জনপ্রিয় কন্ঠ শিল্পি ফাতেমা তুজ জোহরা ও ফেরদৌস ওয়াহিদসহ শিল্পিগণ গান পরিবেশন করে মাতিয়ে তোলেন।