স্টাফ রিপোর্টার: ২৮ অক্টোবর মঙ্গলবার টঙ্গী মিলবাজার লাল মসজিদ বস্তিতে অভিযান পরিচালনা করে গাঁজা উদ্ধার ও এক নারীসহ দুই মাদকদ্রব্য ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে টঙ্গী মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, আসমা বেগম (৪৫) ও সিরাজ মিয়া (৫৪)। তাদের বিরুদ্ধে টঙ্গী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহানা জমির জানান, সোমবার দিবাগত মধ্যরাত সাড়ে ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল কুদ্দুস ফোর্স নিয়ে উল্লেখিত এলাকার ওই বস্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় গাঁজা বিক্রিরত অবস্থায় পলিথিন মোড়ানো ২ কেজি গাঁজাসহ মাদকের পাইকারী ব্যবসায়ী আসমা বেগম ও তার সহযোগী সিরাজ মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।