রাজীব সরকারঃ গাজীপুর মহানগরের বাইমাইল এলাকায় জনসাধারণের চলাচলের সরকারী রাস্তা থেকে অবৈধভাবে নির্মাণ করা ঘর ও সীমানা প্রাচীর উচ্ছেদ করা হয়েছে।
সোমবার দুপুরে নির্বাহী মেজিস্ট্রেট রেবেকা সুলতানার নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
এলাকাবাসী ও ভূমি অফিস সূত্রে জানা গেছে, বাইমাইল মৌজায় সরকারী সম্পত্তি আত্মসাতের প্রচেষ্টায় ঘর ও সীমানা প্রাচীর নির্মাণ করে ব্রিকলিংক নামক ইট তৈরী কারখানার মালিক মো. ফজলুল হক মিয়া। পরে ইউনিয়ন ভূমি অফিস বাদী হয়ে একটি উচ্ছেদ মামলা দায়ের করেন।
স্থানীয় কাউন্সিলর মো. আব্বাস উদ্দিন খোকন জানান, রাস্তাটি উদ্ধার হওয়ায় শতশত মানুষের চলাচলের সুযোগ সৃষ্টি হয়েছে। এতে এলাকাবাসীর ভোগান্তিও কমে গেছে।
এসময় উপস্থিত ছিলেন- স্থানীয় কাউন্সিলর মো. আব্বাস উদ্দিন খোকন, কোনাবাড়ী ইউনিয়ন (ভূমি) কর্মকর্তা আবদুল ওয়াহাব, পুলিশ প্রশাসনসহ আরো অনেকে।