স্টাফ রিপোর্টারঃ গাজীপুর সিটি করপোরেশনের উত্তর বিলাশপুর এলাকার জনৈক আমানের মা’র জঙ্গলার পাশে একটি রাস্তার উপর কতিপয় যুবক বিল্লাল হোসেন (২৪) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।
নিহত যুবক মহানগরের পশ্চিম বিলাশপুর এলাকার আব্দুল খালেকের ছেলে। নিহত বিল্লাল ও তার বাবা স্থানীয় চা বিক্রেতা বলে জানিয়েছে পুলিশ। ৮ অক্টোবর বুধবার দুপুর আড়াইটায় এ ঘটনা ঘটে।
জয়দেবপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, বিল্লাল বুধবার দুপুর আড়াইটার দিকে নিজ বাড়ি থেকে উত্তর বিলাশপুর যাওয়ার পথে কয়েকজন দুর্বৃত্ত তাকে ঘিরে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনার সময় এলাকাবাসী পুলিশে খবর দেয়। কিন্তু পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগে এলাকাবাসী বিল্লালকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরের বিভিন্ন অংশে এবং দুই হাতের কনুইয়ের উপরে এবং কোমরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
গাজীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুস সালাম সরকার জানান, বিল্লালকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
নিহতের বাবা আব্দুল খালেক জানান, কারা, কেন তার ছেলেকে কুপিয়ে হত্যা করেছে তা তার জানা নেই। এ ঘটনায় বুধবার রাত সাড়ে ১০ টা পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।