![]() |
ছবিঃ শিহাব খান |
স্টাফ রিপোর্টারঃ ১৯৭১ সালের পাশবিক নির্যাতনে পেটের ক্ষত অপারেশনের ১০ম বারে আর বেঁচে থাকতে পারলো না গাজীপুরের বীরাঙ্গণা মমতাজ বেগম(৬৫)। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার লতিফপুর গ্রামের মৃত রমিজ উদ্দিন মোড়লের স্ত্রী।
টানা আড়াই মাস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি মারা যান। (ইন্না……..রাজিউন)।
বৃহস্পতিবার বেলা ১১টায় লতিফপুর আশরাফুল উলুম আলীম মাদ্রসা মাঠে জানাযা শেষে তার স্বামীর কবরের পাশেই তাকেই দাফন করা হয়েছে। মুক্তিযোদ্ধা তালিকায় নাম না থাকায় তার দাফন রাষ্ট্রীয় মর্যাদায় হয়নি। তবে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদেকুর রহমান, শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম, উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার সিরাজুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট শামসুল আলম প্রধানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জানাযার নামাজে অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার বেলা ১১টায় লতিফপুর আশরাফুল উলুম আলীম মাদ্রসা মাঠে জানাযা শেষে তার স্বামীর কবরের পাশেই তাকেই দাফন করা হয়েছে। মুক্তিযোদ্ধা তালিকায় নাম না থাকায় তার দাফন রাষ্ট্রীয় মর্যাদায় হয়নি। তবে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদেকুর রহমান, শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম, উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার সিরাজুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট শামসুল আলম প্রধানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জানাযার নামাজে অংশগ্রহণ করেন।