গাজীপুর অনলাইনঃ গাজীপুরে লেপ-তোশক দিয়ে স্ত্রীর লাশ মুড়িয়ে গুমের চেষ্টার সময় স্বামীকে আটক করেছে পুলিশ।
সোমবার সকালে দক্ষিণ ছায়াবীথি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ হলেন নরসিংদীর মনোহরদী এলাকার রফিকুল ইসলামের স্ত্রী নাজমুন নাহার (২১)। নাজমুনের বাবার বাড়ি রাজশাহীর মেহেরচণ্ডী এলাকায়।
পুলিশ জানায়, আট মাস আগে রফিকুলের সঙ্গে নাজমুনের বিয়ে হয়। ছয় মাস আগে রফিকুল স্ত্রীসহ দক্ষিণ ছায়াবীথি এলাকায় একটি ফ্ল্যাট ভাড়া নেন।
বাড়ির মালিক শামিম জানান, এক মাস আগে তিনি ৩০ অক্টোবর বাসা ছেড়ে দেবেন বলে জানায় রফিকুল। আজ ভোর পাঁচটার দিকে রফিকুল একটি ট্রাক নিয়ে এসে কর্মীদের দিয়ে বাসার মালামাল ট্রাকে ওঠাতে শুরু করেন। এসময় ট্রাকের চালক ও কর্মীরা দুর্গন্ধ পান। সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দেন তারা।
জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) আরশেদ হোসেন জানান, পুলিশ গিয়ে ট্রাকে ওঠানো মালামালের মধ্যে লেপ-তোশক দিয়ে প্যাঁচানো অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার করে। ওই গৃহবধূকে কমপক্ষে আরও দুই থেকে তিন দিন আগে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে।
এদিকে আটক স্বামী রফিকুল দাবি করেছেন, স্ত্রীর পরকীয়ার কারণে তিনি ক্ষুব্ধ হয়ে তাকে হত্যা করেছেন।