চীনের বেইজিংয়ে প্রীতি ম্যাচে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়েছে ব্রাজিল। ২৯ মিনিটে ব্রাজিলের পক্ষে প্রথম গোল করেন নবাগত দিয়েগো তারদেলি। এরপর ৬৮ মিনিটে সেই তারদিলের গোলে ব্রাজিলের গোল ব্যবধান ২-০তে পরিণত হয়।
বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫ মিনিটে বেইজিংয়ের বার্ডস নেস্ট স্টেডিয়ামে লাতিন আমেরিকার দুই পরাশক্তির ‘সুপারক্লাসিকো’ শুরু হয়।
খেলার ৩৯ মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। ব্রাজিলের গোলপোস্টের খুব কাছে ডি মারিয়াকে বাজেভাবে ট্যাকেল করেন দানিলো। তাই হলুদকার্ড দেখতে হয়েছে ব্রাজিলের ডিফেন্ডারকে। পেনাল্টি পায় আর্জেন্টিনা।শট নিতে এসে ব্যর্থতার পরিচয় দেন মেসি। পেনাল্টি মিস করায় আর্জেন্টিনাকে আর সমতায় ফেরা হলো না।
সবার দৃষ্টি ছিলো মেসি ও নেইমারের দিকে, অথচ সেই মেসি-নেইমারের স্কোরলাইনটা শূন্য-শূন্যই! শুধু তা-ই নয়, বলা যায় ম্যাচের সবচেয়ে সহজ দুটো সুযোগও নষ্ট করেছেন এই দুজন। মেসির পেনাল্টি মিস করা তার পুরোনো রোগ। আর ঠিক পেনাল্টি না পেলেও ‘আধা-পেনাল্টি’ পেয়েছিলেন নেইমার। আর্জেন্টিনা গোলরক্ষককে একা পেয়েও জালে জড়াতে পারেননি বল। দুই তারকার এই মিস করার মহড়ায় ‘অখ্যাত’ ডিয়েগো তারদেল্লি দারুণ দুটি সুযোগ কাজে লাগিয়ে সব আলো নিজের দিকে টেনে নিয়েছেন।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেও গোল শোধে মরিয়া ছিল বিশ্বকাপের রানার্স আপ আর্জেন্টিনা। তবে বেশ কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি আর্জেন্টাইনরা। এরই মধ্যে ম্যাচের ৬৪ মিনিটে কর্নার থেকে পাওয়া বলে হেড করে ব্রাজিলকে ২-০ গোলে এগিয়ে নেন তারদেলি।
এরপর দুই দলের খেলোয়াড়রা বেশ কয়েকটি সুযোগ পেলেও বল জালে জড়াতে পারেনি কোনো পক্ষই। ফলে শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে দুঙ্গার শিষ্যরা।
প্রসঙ্গত, আজকের ম্যাচ নিয়ে এ পর্যন্ত ৯৬ বার মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা। এতে ব্রাজিলের জয় ৩৬টিতে আর আর্জেন্টিনার ৩৬টিতে। বাকি ২৪টি ম্যাচ ড্র হয়েছে। দুই দলের মুখোমুখি লড়াইয়ে গোল হয়েছে ২৯৬টি। ব্রাজিল গোল করেছে ১৪৭টি ও আর্জেন্টিনা ১৫১টি।