স্টাফ রিপোর্টারঃ দিল্লির জামে মসজিদের শাহী ইমামকে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার ইমামের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা চালিয়েছে এক দুর্বৃত্ত। পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
হামলাকারীর বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। আক্রমণকারী হচ্ছেন পশ্চিমবঙ্গের ২৪ পরগণার বাসিন্দা কামালুদ্দিন ইলিয়াস কামাল (৩৪)।
পুলিশের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে,শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারীর গায়ে কেরোসিন ছুড়ে মারে কামাল। এরপর লাইটার দিয়ে তার গায়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টাকালে ইমামের দেহরক্ষীরা তাকে ধরে ফেলে।
ওই হামলাকারীর বিরুদ্ধে স্থানীয় থানায় ৩০৭ ধারায় হত্যাচেষ্টার অভিযোগে একটি এফআইআর (ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট) দায়ের করা হয়েছে।
স্থানীয় পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এ ঘটনায় অভিযুক্তকে জেরা করছে পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা।
দিল্লির জামে মসজিদে রবিবার স্থানীয় সময় রবিবার সন্ধ্যা ৬টায় নামাজের সময় এ ঘটনা ঘটে।
বুখারী জানান, ঘটনার দিন সন্ধ্যার আগে ওই ব্যক্তি আদালত প্রাঙ্গণে তার সঙ্গে দেখা করেন। এ সময় ব্যক্তিটি সাদা শার্ট ও কালো ট্রাউজার পর অবস্থায় ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, জামাতের সময় হামলাকারী ইমামের পেছনে দাঁড়ায়। নামাজরত অবস্থায় সে ৩০০ মিলিলিটারের বোতলে ভরা কেরোসিন ইমামের গায়ে ছুড়ে মারে। এরপর লাইটারের মাধ্যমে আগুন ধরানোর চেষ্টা করে। কিন্তু তখন তার লাইটারটি কাজ করছিল না। এ অবস্থায় ইমামের দেহরক্ষীরা তাকে ধরে ফেলে।তবে ঠিক কী কারণে এই হামলা চালানো হয় তা জানা যায়নি।