ডেস্কঃ অবশেষে এলো ভ্যাকসিন, যাবে ইবোলা। একবিংশ শতাব্দীর এক দশক কাটতে না কাটতেই আফ্রিকা জুড়ে অনেকটা ত্রাসের রাজত্ব কায়েম করেছে মারণ ভাইরাস ইবোলা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও এর তথ্য মতে, মারাত্মক ইবোলা সংক্রমণে আফ্রিকার দেশ লাইবেরিয়া, গিনি ও সিয়েরা লিওনে এখন পর্যন্ত ৯ হাজার ১৯১ জন আক্রান্তের মধ্যে ৪ হাজার ৫৪৬ জন মারা গেছেন। এছাড়া ঝুঁকির মধ্যে রয়েছে আরও বহু মানুষ।
পশ্চিমা দেশগুলো এবং ডব্লিউএইচও অনেক চেষ্টা করেও এই রোগের প্রাদুর্ভাব রুখতে পারেনি। মারাত্মক ছোঁয়াচে হওয়ায় বিশ্বের বিভিন্ন স্থানে জারি করা হয়েছে ইবোলা সতর্কতা। অবশেষে প্রাণঘাতি ভাইরাস ইবোলা নিয়ন্ত্রণে ভ্যাকসিন আবিষ্কার করতে সক্ষম হয়েছেন কানাডার বিজ্ঞানীরা। ভ্যাকসিনটির নাম হচ্ছে ভিএসভি-ইবিওভি।
বিজ্ঞানীরা কয়েক বছরের গবেষণায় এ সফলতার মুখ দেখলেন। শনিবার অটোয়ায় বিশ্বস্বাস্থ্য সংস্থা ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দেয়। সোমবার থেকেই কানাডায় ক্লিনিক ও হাসপাতালে পরীক্ষামূলক ইবোলার ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে। এর আগে অন্য প্রাণীর ওপর ওই ভ্যাকসিন প্রয়োগ করে কার্যকর ফল পেয়েছেন বিজ্ঞানীরা।
সংশ্লিষ্টরা বলছেন, ভ্যাকসিন আবিষ্কারের মধ্য দিয়ে গত কয়েকমাসে ইবোলা ভাইরাস নিয়ে বিশ্বব্যাপী যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছিল তার অবসান ঘটবে। পরীক্ষামূলক প্রয়োগের জন্য কানাডা ৮০০ ভ্যাকসিন পাঠাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে। কানাডার প্রধান জনস্বাস্থ্য কর্মকর্তা গ্রেগরি টেইলর বলেন, বিজ্ঞানীদের কয়েক বছরের গবেষণা ও উদ্ভাবনী প্রচেষ্টার ফল হচ্ছে এই ভ্যাকসিন।