স্টাফ রিপোর্টারঃ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বোন ও দৈনিক সমকালের গাজীপুর প্রতিনিধি মো. এনামুল হকের মা খোরশেদা বেগম (৬৮) বুধবার রাত দেড়টার দিকে গাজীপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ..... রাজেউন)।
বার্ধক্যজনিত সমস্যার পাশাপাশি সম্প্রতি পেটের পীড়ায় আক্রান্ত হন তিনি। পরে তাকে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার শহরের শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাঁকে সিটি কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, স্থানীয় সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ জাহিদ আহসান রাসেল প্রমুখ অংশগ্রহন করেন।