এখন থেকে ইপিজেডের বাইরের পোশাক রপ্তানিকারকরাও তাদের মোট রপ্তানির ওপর ০.২৫ শতাংশ হারে নগদ আর্থিক সহায়তা পাবেন। বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি সার্কুলার জারি করে বুধবার সব ব্যাংক কর্তৃপক্ষকে জানিয়ে দেয়। এ আদেশের ফলে তৈরি পোশাক রপ্তানিকারকরা প্রতি ১০০ টাকা রপ্তানিতে ২৫ পয়সা হরে নগদ সহায়তা পাবেন।
প্রসঙ্গত, এতোদিন বিটিএমএ-এর অধীন বস্ত্রখাতের প্রতিষ্ঠানগুলো নগদ সহায়তা পেলেও তৈরি পোশাক রপ্তানি খাত সরাসরি এ সুবিধা পেত না।
শ্রমিকদের বেতন বৃদ্ধির প্রেক্ষাপটে গার্মেন্ট মালিকরা দীর্ঘদিন ধরেই নগদ সহায়তার দাবি জানিয়ে আসছিলেন। সরকারের পক্ষ থেকেও এ ব্যাপারে আশ্বাস দেয়া হচ্ছিলো।