গাজীপুরের কাশিমপুর কারাগারে মঙ্গলবার বিকেলে বড় ভাইকে খাবারের সাথে গাঁজা দিতে এসে আটক হয়েছে ছোট ভাই সোহেল রানা সোহেল (২০)।
কারা সুপার মিজানুর রহমান জানান, নারায়নগঞ্জের আড়াইহাজারের নয়াগাঁও এলাকার সাত্তার ভূঁইয়ার ছেলে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি শামিম কাশিমপুর কারাগারে বন্দি রয়েছেন। তার ছোট ভাই সোহেল (২০) ভাইয়ের জন্য মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে অন্যান্য রান্না করা খাবারের সাথে বেনসন সিগারেটের দুইটি প্যাকেট কারাগারের ভেতরে পাঠানোর জন্য কারারক্ষীদের অনুরোধ করছিলেন। কারাগারের ভেতরে সিগারেট পাঠানোর অনুমতি না থাকলেও সিগারেটের ওই দুইটি প্যাকেট ভেতরে পাঠানোর জন্য সোহেল পিড়াপিড়ি করছিলেন। এতে কারারক্ষীদের সন্দেহ হলে প্যাকেট খুলে আড়াইশ গ্রামের মতো গাঁজা পাওয়া যায়। পরে কারা কর্তৃপক্ষ সোহেলকে আটক করে জয়দেবপুর থানার কোনাবাড়ি পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, মঙ্গলবার রাত ৮ টার দিকে কোনাবাড়ি ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজহারুল ইসলাম বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছেন।