৯০ বছরের সাজাপ্রাপ্ত ১৯৭১ সালের শীর্ষ যুদ্ধাপরাধী ও জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের মৃত্যুর পর রাজধানীতে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোর থেকে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় ও এর আশপাশের এলাকাজুড়ে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছেন। এছাড়া গণভবন ও এর আশপাশের এলাকা থেকে শুরু করে ফার্মগেট, বাংলামটর, শাহবাগ, হাইকোর্ট, পল্টন, কাকরাইল, রামপুরা এলাকায় জলকামানসহ অত্যাধুনিক সাজোয়া যান নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা যায়।
পুলিশের দায়িত্বরত এক কর্মকর্তা জানান, যে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে সকাল সোয়া ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অধ্যাপক গোলাম আযমের মরদেহ পুলিশি প্রহরায় মগবাজারের কাজী অফিস গলির নিজ বাসায় নিয়ে যাওয়া হয়।
এর আগে বৃহস্পতিবার তাকে প্রিজন সেল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। বুধবার রাত থেকে তিনি কথা বলতে পারছিলেন না। এবং শরীরে রক্তের চাপও পাওয়া যাচ্ছিল না বলে জানান চিকিৎসকরা। পরে বিএসএমএমইউ চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ১০টা ১০ মিনিটে মারা যায়।