পৃথিবীতে বিচিত্রতার শেষ নেই৷ সমগ্র পৃথিবীতেই নিজেকে জাহির করার জন্য নানান দেশের মানুষ নানান রকমের অদ্ভুত কাজ করে থাকেন। কেউ বুদ্ধি দিয়ে, কেউ মেধা দিয়ে, কেউ মজা করে কিছু করে, কেউ আবার শারীরিক ক্ষমতা দিয়ে নিজেকে আলাদা করে তুলতে চান।
আর যাদের টাকা আছে, তারা তো সেই টাকা প্রদর্শন করতে এতটুকু দ্বিধাবোধ করেন না।
আর এমনই একটি বিচিত্র কান্ড ঘটিয়েছেন সৌদি আরবের বাদশাহ। তার মেয়ের বিয়েতে উপহার দিলেন একটা বাথরুম, তাও আবার সোনায় তৈরি। শুধু তাই নয়, এই রাজ পরিবার ৩০ মিলিয়ন টাকা খরচ করেছেন শুধুমাত্র কনের বিয়ের জামা তৈরিতে এবং সেই বিয়ের পোশাকও সম্পূর্ণ সোনার তৈরি।