স্টাফ রিপোর্টারঃ গাজীপুর ও টঙ্গীতে শনিবার বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের ৫০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
পৃথক দুই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল এমপি।
প্রধান অতিথির বক্তব্যে জাহিদ আহসান রাসেল ৭৫-এর ১৫ আগস্ট জাতিরজনক বঙ্গবন্ধুকে তাঁর ১০ বছরের শিশুপুত্রসহ সপরিবারে হত্যাকারীদের বিচার সম্পন্ন করে ৫ জন আসামীর দন্ড কার্যকর করায় সরকারকে ধন্যবাদ জানান। এছাড়া বিদেশে পলাতক অন্য খুনীদেরও দেশে ফিরিয়ে এনে আদালতের দন্ডাদেশ কার্যকরেরও জোর দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, ১৯৭৫-এর ১৫ আগস্ট ঘাতকেরা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করার সময় তাঁর ১০ বছরের শিশুপুত্র শেখ রাসেলকেও নৃশংসভাবে খুন করে।