দিল্লিতে ধর্ষণের অভিযোগের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। অন্তত রিপোর্ট তাই বলছে। কিন্তু তার তদন্ত করতে গিয়ে চক্ষু কপালে উঠেছে খোদ দিল্লি মহিলা কমিশনের। কারণ? দায়ের করা অভিযোগের মধ্যে প্রায় অর্ধেকই ভুয়া!
দিল্লি পুলিশের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ২০১৩ সালের এপ্রিল থেকে ২০১৪-র জুলাই পর্যন্ত দুই হ্জার ৭৫৩টি ধর্ষণের মামলা রুজু করা হয়েছে। তার মধ্যে তদন্ত করতে গিয়ে দেখা গেছে এক হাজার ৪৬৬টি মামলাই ভুয়া। হয় কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে, নয় প্রতিশোধ নিতে, নয়তো স্রেফ ব্যবসা করার খাতিরে মামলা রুজু করছেন অনেক নারীরা। দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন বরখা সিং এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি আরো বলেন, 'আমরা এই মামলাগুলি খুবই গুরুত্ব সহকারে দেখেছি। অনেক মহিলাই আইনের ধারাকে নিজেদের ব্যবসার হাতিয়ার হিসাবে ব্যবহার করছেন।'
পুলিশের তথ্য অনুযায়ী ২০১৩ সালের জুন থেকে ডিসেম্বর মাস পর্যন্ত যেখানে ৫২৫টি ভুয়ো ধর্ষণের মামলা রুজু করা হয়েছিল, চলতি বছরের প্রথম ৬ মাসে তা প্রায় দ্বিগুণ হয়েছে। এ বছর এখনও পর্যন্ত ৯০০টি ভুয়ো মামলা করা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে, হয় লিভ-ইন সম্পর্কে থাকা কোনও মহিলা ধর্ষণের মামলা রুজু করেছে, নয়তো শ্বশুরবাড়ির সদস্যদের হয়রানির জন্য মামলা করছেন নারীরা।
মহিলা কমিশনের সদস্য সুধা টোকস জানান, 'অনেকেই মামলার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করে টাকা রোজগারের চেষ্টা শুরু করেছে। আইনকে তাঁরা ব্যবসা করার হাতিয়ার হিসাবে ব্যবহার করছেন। কয়েক মাস আগে দিল্লিতে এক মহিলা ভাড়াটে বাড়ির মালিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। তদন্ত করার সময় আমরা তাঁকে জিজ্ঞাসা করেছিলাম, আদালত কী ব্যবস্থা নিলে তিনি খুশি হবেন, তাঁর উত্তর ছিল ৩২ লাখ টাকা চাই। পরে আমরা হাসপাতালে শারীরিক পরীক্ষার কথা বললে, তিনি তা দিতে অস্বীকার করেন। এমনকি আদালতে আইনি সাহায্য নিতেও অস্বীকার করেন তিনি। আরো তদন্ত করে জানা যায়, পুরো মামলাটিই ভুয়া। টাকা আদায় করার জন্যই তিনি অভিযোগ দায়ের করেছিলেন।'
দেশের অনেক জায়গায়ই ধর্ষণ নিয়ে অভিযোগ জানাতে গেলে অভিযোগ নিতেই চায়না পুলিশ। এমন তথ্য প্রচুর মিলবে। ভুয়া মামলা অনেকেই হয়তো করছেন। কিন্তু তার জন্য সত্যি কোনো নির্যাতিতা যদি সুবিচার পাওয়া থেকে বঞ্চিত হতে পারেন। এ কথাটা অন্তত ভেবে দেখলে নারীরা একটু উপকৃত হতেন। ভুয়া মামলা করার ক্ষেত্রে শাস্তি যদি বাধ্যতামূলক করা হয়, তবে এর সংখ্যা হয়তো কিছুটা নিয়ন্ত্রণে আসবে।
- সূত্র : এই সময়