স্টাফ রিপোর্টারঃ গাজীপুর জেলার জরুন এলাকায় বুধবার জমি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।
খালেক গ্রুপের সঙ্গে ডিবিএল গ্রুপের একখণ্ড জমি নিয়ে বিরোধ চলছে দীর্ঘদিন ধরে। তুরাগ নদীতীরের ওই জমিটিতে উভয় গ্রুপই বালু দিয়ে ভরাট কাজ চালাচ্ছে দীর্ঘদিন ধর। এ নিয়ে উভয় গ্রুপে প্রায়ই উত্তেজনা দেখা যায়।
ডিবিএল গ্রুপের প্রতিষ্ঠান মায়মুনা টেক্সটাইলের শ্রমিক ও নিরাপত্তাকর্মীরা বিতর্কিত ওই জমিতে বৃহস্পতিবার সকাল থেকে টিনের ঘর তুলতে গেলে খালেক গ্রুপের প্রতিষ্ঠান কেয়া কসমেটিকসের নিরাপত্তাকর্মীরা বাধা দেন। নতুন তোলা ছাপড়া ঘর ও সীমানা প্রাচীরে আগুন ধরিয়ে দেন তারা। এ নিয়ে দুপুর ২টার দিকে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন মায়মুনা টেক্সটাইল মিলের সিকিউরিটি সুপারভাইজার নূর হোসেন (৪৫)।
আশুলিয়ার নরসিংহপুর এলাকার মা ও শিশু ক্লিনিকে তার লাশ রয়েছে বলে চক্রবর্তী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আকরাম হোসেন জানান, পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায়। কিন্তু প্রয়োজনের তুলনায় পুলিশ ছিল কম। সন্ধ্যা পর্যন্ত ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।