ডেস্ক:ট্রেনের ভেতর এক তরুণীর স্তন স্পর্শ করে কারাগারে গেলেন এক বাংলাদেশি। ঘটনাটি ঘটেছে সিঙ্গাপুরে। যৌন হয়রানির দায়ে দেশটির একটি আদালত শুক্রবার বাংলাদেশি নির্মাণ শ্রমিক একেএম শফিউল হাসান শুভকে ১৪ মাসের কারাদণ্ড দিয়েছেন। খবর দৈনিক দি স্ট্রেট টাইমসের অনলাইনের।
ওই খবরে বলা হয় ২৬ বছর বয়সী ওই বাংলাদেশি যুবক তার সাপ্তাহিক ছুটির দিনগুলোতে নানাভাবে মেয়েদের যৌন হয়রানি করে থাকে। এজন্য তিনি সিঙ্গাপুরের এমআরটি ট্রেন বেছে নেয়। ট্রেনযাত্রী তরুণীরা ছিল তার টার্গেট। আদালতে দেয়া জবানবন্দিতে শুভ স্বীকার করেন যে, চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে তিনি তিনজন নারীর ওপর যৌন নিপীড়ন চালায়। এরমধ্যে একটি ঘটনায় পুলিশ তাকে গ্রেফতারও করে। কিন্তু জামিনে বেরিয়ে একই ট্রেনে চতুর্থ অপরাধ করেন। চলতি মাসের ১ তারিখ আদালত তাকে ১৪ মাসের কারাদণ্ড প্রদান করেন।
আদালতের শুনানিতে বলা হয়, গত ৩ এপ্রিল শুভ সিটি হল এমআরটি স্টেশন থেকে ওঠেন এবং ২১ বছর বয়সী এক ছাত্রীর পাশে বসেন। একপর্যায়ে তিনি ওই ছাত্রীর স্তন স্পর্শ করেন। বিস্মিত ক্ষুব্ধ ছাত্রীটি তক্ষুণি আসন থেকে উঠে কেবিনে যান এবং এসএমআরটি স্টাফের কাছে অভিযোগ করেন।