জয়ললিতার কারাদণ্ডের প্রতিবাদে পুলিশ কমিশনার কার্যালয়ের বাইরে আত্মহত্যার চেষ্টা করলেন এক তামিল অভিনেত্রী। এই অভিনেত্রীর নাম মায়া। এদিন সে তার মেয়েকে নিয়ে পুলিশ কমিশনারের অফিসের সামনে আসে। তার হাতে একটি কেরোসিনের বোতল ছিল। তারা দুজনেই গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে। কিন্তু ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা তাদের দুজনকেই বাঁচিয়ে নেন।
গত ২৭ সেপ্টেম্বর আর্থিক কেলেঙ্কারির জন্য তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়লতিতাকে কারাদণ্ড দেওয়া হয়। মায়া ও তার মেয়েকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
পুলিশ কর্মকর্তারা জানান, আম্মাকে (জয়ললিতা) কারাদণ্ড দেওয়ার প্রতিবাদেও মায়া ও তার মেয়ে আত্মহত্যা করতে চেয়েছিল। তারা আম্মার প্রতি নিজের জীবন উৎসর্গ করতে চায়। এই অভিনেত্রী তামিল ছবির খুব একটা নামি অভিনেত্রী নন। ইনি নিজের কেরিয়ার শুরু করেছিলেন গর্জানাই ছবি দিয়ে। এর পরে মাত্র হাতে গোনা কয়েকটি ছবিতেই দেখা গিয়েছিল তাকে।