স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের রাজেন্দ্রপুরে উদযাপিত হয়ে গেল কবি ও কবিতানুরাগীদের অংশগ্রহণে বাংলা কবিতা দিবস।
গতকাল শুক্রবার এ উপলক্ষে বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে প্রকৃতির লীলাভুমি ভাওয়ালের গজারি বনের পাশে অবস্থিত কচি কাঁচা স্কুল প্রাঙ্গনে দিনব্যাপী স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, আলোচনা, বইমেলা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
এই দিন সকালে পায়রা উড়িয়ে বাংলা কবিতা দিবসের উদ্বোধন করেন বিশিষ্ট সাংবাদিক, দেশ বরেণ্য কবি ও বহুমাত্রিক লেখক সাযযাদ কাদির ও ইকবাল সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানে কবি সাযযাদ কাদির ছাড়াও কচিকাঁচা স্কুলের প্রতিষ্ঠাতা শিশু সংগঠক সাংবাদিক ইকবাল সিদ্দিকী, কবি আফরোজা অদিতি ও কবি গাজী শাহজাহান সিরাজ বক্তব্য রাখেন।
এসময় কবিতা আবৃত্তি করেন কবি ফাতেমা ফরিদ, রোকেয়া ইউসুফ, সুব্র আহমেদ, চঞ্চল মাহমুদসহ দেশ বরেণ্য ১৮ জন কবি। পরে স্কুল মিলনায়তনে আয়োজিত বই মেলার উদ্বোধন করেন স্থানীয় দৈনিক গণমুখের সম্পাদক অধ্যাপক আমজাদ হোসেন। দেশের ৫টি স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান বইমেলায় অংশগ্রহণ করে। বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যেগে কাব্যামোদীদের অংশগ্রহণে দিনব্যাপী আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠ, আলোচনা, বইমেলা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কবিতা আবৃত্তি করেন মাহমুদা আক্তার শেফালী, মাটি সিদ্দিকী, শামছুন্নাহার, মাইমুন জাহান মম, নুসরাত জাহান সামিরা, মিঠুন সিদ্দিকী, আফরিন সুলতানা সুমাইয়া, রেদোয়ান আহম্মেদ, অর্পিতা দাস, ছড়াকার মোহসিন আহম্মেদ, মো. মাসুদুর রহমান সাগর, আফিয়া ইবনাথ খান বুশরা ও কবি রাসেল আহম্মেদ। স্বরচিত কবিতা পাঠ করেন কবি আব্দুল আলিম, সাবেরা তাবাসসুম, ফাতেমা ফরিদ, হুমায়ুন কবির, হাফিজ উদ্দিন আহমদ, আফরোজা অদিতি, রানা জামান, গাজী শাহজাহান সিরাজ, অমূল্য সরকার, নিশি কান্ত বন্দ্যোপাধ্যায়, শুভ্র আহমদ, রানা মাসুদ, রাকিব ইউ মাহমুদ, তরুণ কবি মোস্তাফিজুর রহমান, খুদে কবি মাইমুন জাহান মম।
অনুষ্ঠানে দেশ-বরেণ্য কবি ও সাহিত্যিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ইকবাল সিদ্দিকী হাই স্কুলের প্রধান শিক্ষক সিরাজুল হক।
২০০৪ সালে বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি চর্চা কেন্দ্র প্রতিষ্ঠিত হওয়ার পর ঢাকা ও ঢাকার বাইরে বাংলা কবিতা দিবস পালন করে আসছে সংগঠনটি।