স্টাফ রিপোর্টারঃ কালিয়াকৈরে চোর সন্দেহে গণপিটুনীতে মোস্তফা মিয়া (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান রাসেল জানান, বৃহস্পতিবার ভোরে উপজেলার কালামপুর এলাকার জামালের মুদি দোকানে এক সহযোগিকে নিয়ে চুরি করতে যায় মোস্তফা।
এ সময় বিষয়টি টের পেয়ে এলাকাবাসী ধাওয়া করলে মোস্তফার সহযোগী পালিয়ে গেলেও জনতার হাতে আটক হন মোস্তফা। পরে স্থানীয় জনতা তাকে গণপিটুনী দেয়। খবর পেয়ে পুলিশ মুমূর্ষু অবস্থায় মোস্তফাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত মোস্তফা মুন্সীগঞ্জের বোকদা গ্রামের মোফাজ্জল খানের ছেলে। ঘটনাস্থল থেকে একটি চুরিতে ব্যবহৃত কাটার উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।