গাজীপুর অনলাইনঃ গাজীপুরের ঐতিহ্যবাহী কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ৭৫ বছরপূর্তি উৎসব অনুষ্ঠানের প্রস্তুতি সভা গত বুধবার বিকেলে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
হিরকজয়ন্তী অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য মুহম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- উদযাপন কমিটির সদস্য সচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এম এ কাদের সরকার, প্রাক্তন শিক্ষক আব্দুল কবির, অধ্যাপক ফ. ম এমদাদুল হোসেন, সন্তোষ চন্দ্র দাস, আবু নাইম, উপাধ্যক্ষ আমজাদ হোসেন, অধ্যাপক মোহাম্মদ আলী বদু, ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল, মিজানুর রহমান, দিলু খান, ইকবাল হায়দার সবুজ, আফজাল হোসাইন বেপারী, নাজমূল হোসাইন ভূঁইয়া, ফকির কামাল, নুরুল আমীন সিকদার, শাকিল হাসান, আসাদুজ্জামান আসাদ ও সাখাওয়াত হোসেন।
সভায় আগামী ২৮ নভেম্বর হিরকজয়ন্তী উৎসবের রেজিস্ট্রেশনের শেষ তারিখ ২০ অক্টোবর। নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
যোগাযোগঃ ইকবাল হায়দার সবুজ, মাওলা ষ্টুডিও, কাপাসিয়া বাজার, গাজীপুর। ফোন : ০১৭১৫১২১৩৪৬, ই-মেইল : mawlabd@yahoo.com