স্টাফ রিপোর্টার: একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াত নেতা মাওলানা মতিউর রহমান নিজামীর রায়কে কেন্দ্র করে রাজধানীসহ সারা দেশে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে রাজধানীতে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যদের টহল দিতে দেখা গেছে। বিজিবি সদর দফতর জানিয়েছে, নাশকতারোধে র্যাব-পুলিশকে সহায়তার জন্য বিজিবি মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, আজ বুধবার জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর রায় ঘোষণা করার কথা রয়েছে। এ তারিখ নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। জামায়াতের এই শীর্ষ নেতার বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় হত্যা, লুট, ধর্ষণ, উসকানি ও সহায়তা, পরিকল্পনা ও ষড়যন্ত্র এবং বুদ্ধিজীবী হত্যার মতো ১৬টি অভিযোগ রয়েছে।
এদিকে রায়কে কেন্দ্র করে রাজধানীর হাইর্কোট এলাকায় অবস্থিত আন্তর্জাতিক যুদ্ধাপরাধী ট্রাইবুনাল এর চারিদিকে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সেখানে ইতিমধ্যে র্যাব, পুলিশ ও অন্যান্য আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি বিজিবি টহল দেবে। সন্ধ্যার পর থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বিজিবি সদস্যরা টহল দিচ্ছে।
জানা গেছে, রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি সদস মোতায়েন রয়েছে। মহা-পুলিশ পরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার বলেছেন, পুলিশের প্রতিটি ইউনিটকে যে কোন ধরনের নাশকতা কর্মকান্ড প্রতিরোধ করতে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। তিনি বলেন, সামগ্রিকভাবে নিরাপত্তা মূলক পরিস্থিতি মুল্যায়ন করা হয়েছে এবং সেই সাথে সকল নিরাপত্তা বাহিনীকে কড়া নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহনের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। ঢাকা মহানগর রমনা এলাকার একজন পুলিশ কর্মকর্তা বলেন, ট্রাইব্যুন্যালকে ঘিরে কোন প্রকার নাশকতা যাতে না ঘটতে পারে তার জন্য সবর্োচ্চ নিরাপত্তা গ্রহন করা হয়েছে। ট্রাইবৗুনাল এলাকায় ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপিত হয়েছে।
৭১ এ মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হয় ২০১২ সালের ২৮ মে।
অপরদিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বুধবার জামায়াত নেতা ও যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর রায়কে কেন্দ্র করে যে কোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বাত্মক প্রস্তুত রয়েছে। গতকাল মঙ্গলবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব জানান।
আসাদুজ্জামান খান কামাল বলেন, রায়কে নিয়ে কেউ অরাজক পরিস্থিতি তৈরি করতে চেষ্টা করবে তা আমরা হতে দিব না। সেখানে যে কোন মূল্যে পরিবেশ স্বাভাবিক রাখতে আমরা বদ্ধপরিকর।