এম. রানা/কোনাবাড়িঃ গাজীপুর মহানগরের কোনাবাড়িতে নিট এক্সপ্রেস নামে একটি কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রনে আনে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট।
বিসিক শিল্প নগরীর ঐ কারখানার সামনে থাকা একটি বৈদ্যুতিক খুটি থেকে আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে পার্শ্ববর্তী একটি কারখানার নিরাপত্তা কর্মী হারুন মিয়া।
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি কোনাবাড়ি জোনের এজিএম মজিবর রহমান বলেন, বৈদ্যুতিক খুটি থেকে কিনা আমার এখনো সংবাদ পাইনি। তবে বিসিক শিল্প এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়া হয়েছে।
জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এক ঘন্টার চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছে কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৈয়দ আজহারুল ইসলাম। তিনি আরো জানান, অগ্নিকান্ডে মেশিন, কাপড়সহ ২৫/৩০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।
অগ্নিকান্ডে হতাহতের কোন ঘটনা ঘটেনি।