সাধারণত আইন-কানুন বা নিয়ম তৈরী করা হয় দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য। কিন্তু অনেক দেশে এমন কিছু আইন আছে, যার কোনো সার্থকতাই নেই। এগুলোর মধ্যে কয়েকটি তুলে ধরা হলো।
• সুইজারল্যান্ডে ফ্ল্যাট বা হাউজিং কমপ্লেক্সে থাকলে আপনি রাত ১০টার পর বাথরুমে ফ্লাশ করতে পারবেন না। কারণ, শব্দ দূষণ। তবে দাঁড়িয়ে প্রসাব করার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা নেই।
• ফ্লোরিডায় সন্ধ্যা ৬টার পর প্রকাশ্যে ‘বাতকর্ম’ করা যাবে না। একটা শান্তনা, এই নিয়ম শুধু বৃহস্পতিবারের জন্যই প্রযোজ্য।
• আমেরিকার আইওয়া অঙ্গরাজ্যে যদি আপনি থাকেন, আর তার সঙ্গে আপনার যদি একখানা তাগড়াই গোঁফ থাকে, তাহলে আপনি প্রকাশ্যে আপনার স্ত্রীকে চুমু খেতে পারবেন না।
• সৌদি আরবে মহিলাদের গাড়ি চালেনোর ওপর নিষেধাজ্ঞা রয়েছে। কিছু দিন আগে গাড়ি চালানোর অপরাধে দুজন মহিলা আইনজীবীকে গ্রেপ্তার করা হয়। তারা দীর্ঘদিন ধরে এই আইনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। এমনকি তাদের ভোটাধিকারও নেই। মনে করা হচ্ছে, ২০১৫ সালে এর পরিবর্তন হতে পারে।
• ভারমন্টে বিবাহিত বৃদ্ধাদের যদি তাদের দাঁতের সমস্যা থাকে এবং তার বিহিত করতে নকল দাঁতের আশ্রয় নিতে হয়। তবে সেখানকার আইন অনুযায়ী প্রত্যেক বার নকল দাঁত লাগানোর জন্য স্বামীর অনুমোদনের প্রয়োজন।
• দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ১৬ বছর বয়সী বা তার বেশি যে কোনও ব্যক্তি রাজ্যের কাছে 'Mock Proposal' রাখতে পারেন। অর্থাৎ আপনি এমন একটি প্রস্তাব রাখবেন, যা আপনি নিজেও বিশ্বাস করেন না। কিন্তু প্রস্তাবটি কীভাবে সকলে মান্য করবেন, সে সম্পর্কে এখনো কোনো আইন তৈরি হয়নি।
• ম্যাসাচুসেটস-এ শারীরিক সম্পর্কের সময় কোনো মহিলা পুরুষের ওপর উঠতে পারবেন না।
• সিঙ্গাপুরে মেডিকেটেড চ্যুয়িংগাম ছাড়া অন্য কোনো রকম গাম বিক্রি করার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। কারণ, সরকার এটা মনে করেছে, লোকজন চ্যুয়িংগাম চিবিয়ে সেগুলোকে টেবিল, চেয়ার প্রভৃতির নিচে লাগিয়ে রেখে দেন। তাই সেখানে এমন নিয়ম।
• রাশিয়ায় সম্প্রতি একটি আইন করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর তা হলো, শিশুদের সমকামী সম্পর্কে জানানো বেআইনি বলে বিবেচিত হবে। সূত্র, টাইমস অব ইন্ডিয়া।