স্টাফ রিপোর্টারঃ জাতীয় একটি দৈনিকে ‘গাজীপুর সিটি মেয়রের মনগড়া ট্যাক্সের বোঝা’ শীর্ষক সংবাদ প্রকাশ হওয়ার প্রেক্ষিতে এ সংবাদ সম্মেলন করেছেন গাজীপুর সিটি মেয়র অধ্যাপক এম এ মান্নান।
বৃহস্পতিবার নগর ভবনের হলরুমে এক সংবাদ সম্মেলনে তিনি সীমিত জনবল ও সম্পদের সীমাবদ্ধতা নিয়ে উন্নয়ণ ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটিবাসিসহ সকলের সহযোগিতা চেয়েছেন।
তিনি বলেছেন, সিটি করপোরেশন এলাকার শিল্প, বানিজ্যিক প্রতিষ্ঠান ও বসতবাড়ীর ট্যাক্স নির্ধারণ করা হয়েছে আইনের বিধির আলোকে।
এ সম্মেলনে মেয়র বলেন, ওই পত্রিকায় প্রকাশিত সংবাদটি মনগড়া, বাস্তবতা বিবর্জিত ও প্রতিবেদকের কল্পনা প্রসূত। যা সিটি করপোরেশন ও মেয়রের ভাবমূর্তি দারুন ভাবে ক্ষুন্ন করেছে।
তিনি বলেন, গত ১৪, ১৫ ও ১৬ অক্টোবর দৈনিক ‘যুগান্তর’ পত্রিকায় প্রকাশিত সংবাদটি মনগড়া, বাস্তবাতা বিবর্জিত ও প্রতিবেদকের কল্পনা প্রসূত যা সিটি কর্পোরেশনের এবং মেয়রের ভাবমূর্তি দারুনভাবে ক্ষুন্ন করেছে। সিটি কর্পোরেশনের ট্যাক্স নির্ধারনের জন্য The Municipal Corporation (Taxation) Rules, 1986, ১৯৮৬’ আইনের উক্ত বিধি ১৯ ও ২০ এর আলোকে গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত শিল্প, বানিজ্যিক প্রতিষ্ঠান ও বসতবাড়ীর ট্যাক্স নির্ধারণ করা হয়।
এ ক্ষেত্রে গনপূর্ত অধিদপ্তরের ২০১১ সালের রেট সিডিউল অনুসরন করে নির্মাণ মূল্য নিরূপন করা হয়। এখানে মনগড়া ট্যাক্স নির্ধারণের কোন সুযোগ নাই। তাই পত্রিকায় প্রকাশিত সংবাদটি সঠিক নয়।
সম্মেলনে অন্যান্যের মধ্যে প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতানউদ্দিন, নির্বাহী প্রকৌশলী মজিবুর রহমান কাজলসহ কর্মকর্তা ও কাউন্সিলরগন উপস্থিত ছিলেন।