শিগগিরই বাংলাদেশের স্বাধীনতাবিরোধী ও রাজাকারদের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে হরতালবিরোধী মিছিলের আগে মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের এক সমাবেশে তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের তালিকা যেভাবে নতুন করে করা হচ্ছে, তেমনি বাংলাদেশের স্বাধীনতাবিরোধী ও রাজাকারদেরও তালিকা প্রকাশ করা হবে।
ঢাকাসহ বাংলাদেশের কোথাও হরতাল পালিত হচ্ছে না দাবি করে আ ক ম মোজাম্মেল হক বলেন, কোথাও হরতাল পালিত হচ্ছে না। জামাত-বিএনপি যেনো নাশকতা করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। আলবদর বাহিনীর প্রধানকে যারা মন্ত্রী বানিয়েছে, জনতার আদালতে তাদের বিচার হবে।
জামাতের ডাকা হরতালের বিরুদ্ধে বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও এর আশপাশের এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো জমায়েত হয়। সকাল থেকে রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে হরতালবিরোধী মিছিল নিয়ে যান নেতা-কর্মীরা। ঢাকা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, সম্মিলিত আওয়ামী সমর্থক জোট ও মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের ব্যানারে সমাবেশ করা হয়।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধে দলের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের প্রতিবাদে বৃহস্পতি, রবি ও সোমবার হরতালের ঘোষণা দেয় জামাতে ইসলামী। বুধবার নিজামীর রায় ঘোষণার পর দুপুর ১টার দিকে এক বিবৃতিতে দলরে ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ হরতাল আহবান করেন।
বিবৃতিতে বলা হয়, তিন দিন হরতালের মধ্যে প্রথম দফায় বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা হরতাল। দ্বিতীয় দফায় রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টা হরতাল পালন করবে দলটি। এ ছাড়া আগামি শুক্রবার দোয়া ও শনিবার বিক্ষোভ কর্মসূচি পালনেও ঘোষণা দেয়া হয় বিবৃতিতে।
প্রসঙ্গত, হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ, ধর্ষণ, উস্কানি ও সহায়তা, পরিকল্পনা ও ষড়যন্ত্র এবং বুদ্ধিজীবী হত্যার মতো মানবতাবিরোধী অপরাধে বুধবার জামাতের আমির মতিউর রহমান নিজামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দিয়েছেন বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্ব্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তাঁর বিরুদ্ধে ১৬টি অভিযোগের মধ্যে আটটি প্রমাণিত হয়েছে। এর মধ্যে ২, ৪, ৬, ১৬ নম্বর অভিযোগে মৃত্যুদণ্ড এবং ১, ৩, ৭, ৮ নম্বর অভিযোগে নিজামীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।