নতুন করে ‘মুক্তিযোদ্ধার সংজ্ঞা’ ঠিক করে তার ভিত্তিতে মুক্তিযোদ্ধাদের তালিকা ১৬ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
মঙ্গলবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উত্তর লস্করচালা গ্রামে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মোজাম্মেল হক বলেন, “অনেকেই ভুল তথ্য দিয়ে মুক্তিযোদ্ধার সনদ সংগ্রহ করেছে। তাই আমরা মুক্তিযোদ্ধার সংজ্ঞাটা এবার নিশ্চিত করতে যাচ্ছি এবং সেই আলোকে যারা যারা মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন তারাই চূড়ান্ত তালিকায় আসবেন।
“আমি কথা দিয়েছি যে ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা তালিকা চূড়ান্তকরণ করে ফেলব এবং ২৬ মার্চের পূর্বে (আগামী বছর) আমরা তাদের সব্বাইর হাতে সার্টিফিকেট ও পরিচয়পত্র ইত্যাদি তুলে দেব।”
বিকালে স্থানীয় সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম আয়োজিত মুক্তিযোদ্ধা, কৃতি শিক্ষার্থী ও গুণীজনদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।
ডা. সুশান্ত কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আশা ইউনিভার্সিটির উপাচার্য ড. ডালেম চন্দ্র বর্মণ, আবু নাসির আহমেদ।
গণমাধ্যমের খবরে প্রকাশ, মিথ্যা তথ্য দিয়ে ব্যাপক হারে মুক্তিযোদ্ধা সনদ সংগ্রহের অভিযোগ উঠার প্রেক্ষাপটে ‘মুক্তিযোদ্ধা’র সংজ্ঞা নির্ধারণে সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেনকে প্রধান করে সম্প্রতি একটি উপকমিটি গঠন করা হয়েছে।
মুক্তিযোদ্ধা সনদের জন্য জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে জমা পড়া এক লাখ আবেদনপত্র উপজেলা পর্যায়ে যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এ বিষয়ে কারো অভিযোগ থাকলে তা কেন্দ্রীয় কমিটিতে পাঠাতে বলা হয়েছে।