বার্সেলোনা তারকা নেইমার জানিয়েছেন, তিনি ক্লাব সতীর্থ মেসিকে যথেষ্ট সাহায্য করেন। তবে জাতীয় দলের হয়ে খেলার সময় আর্জেন্টিনার তারকা মেসিকে তিনি কোনো প্রকার ছাড় দেবেন না।
আজ শনিবার বেইজিংয়ের বার্ড নেস্ট স্টেডিয়ামে জিলেট সুপারক্ল্যাসিকোতে ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হবে। আর এ ম্যাচে মেসি ও নেইমার দুজনই অধিনায়ক হিসেবে নিজ নিজ দলকে নেতৃত্ব দেবেন।
নেইমারের আশা করছেন, চারবারের ব্যালন ডি’অর জয়ী মেসির দলকে হারাতে সক্ষম হবে ব্রাজিল।
নেইমার বলেন, মেসির সঙ্গে একই ক্লাবে খেলতে পারাটা অনেক বড় সম্মানের। তিনি বিশ্বের সেরা একজন ফুটবলার। তবে তার বিপক্ষে খেলাটা সুখকর হবে না।
কৌতুক করে নেইমার বলেন, আমরা আশা করব তার দিনটি ভালো যাবে না। আর আমরা তাকে বলের কাছাকাছি যেতে দেব না।
তিনি আরও বলেন, আমাদের অবশ্যই ম্যাচে সাবধান থাকতে হবে। আমরা তাকে খেলায় কোনো ড্রিবলিং করার সুযোগ দেব না। আর মেসি খেলায় কিছু করতে না পারলে ম্যাচটি সহজে জিততে পারবো আমরা।