কালিয়াকৈর উপজেলার দেওয়াইর বাজার এলাকায় থাকা সরকারী জমিতে অবৈধ স্থাপনা সোমবার দুপুরে উচ্ছেদ করতে গেলে এসিল্যান্ড কে এলাকাবাসী বাধা প্রদান করে। এ ঘটনা নিয়ে ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, উপজেলার দেওয়াইর বাজাওে সরকারী খাস জমিতে স্থাণীয় লোকজন দীর্ঘদিন ধরে দোকান ঘর উঠিয়ে ব্যাবসা করে আসছিল। সরকারী খাস জমি দখলমুক্ত করার জন্য কোন প্রকার পূর্ব ঘোষনা ছাড়াই আচমকা ভাবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট সাইফুল কবীর পুলিশ ফোর্স সাথে নিয়ে অবৈধ স্থাপনা ভাঙ্গতে শুরু করেন। দোকান থেকে ব্যাবসায়ীদের মালামাল সরিয়ে নেওয়ার সোজুগ না দেওয়ায় স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে উচ্ছেদ অভিযান কারীদের উপর আক্রমনের চেষ্টা করে। অবস্থার অবনতির আশংকায় পুলিশ ধাওয়া দিলে জনগন ছত্রভঙ্গ হয়ে যায়।
এসময় এসিল্যান্ডের নির্দেশে পুলিশ ঘটনাস্থল থেকে ইন্তাজ আলী নামে এক ব্যক্তিকে আটক করে। পরে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের অনুরুধে আটককৃতকে ছেড়ে দেয়া হয়।
এলাকাবাসী আরো জানায়, বাজারের বেশীর ভাগ দোকান ঘরই সরকারী খাশ জমির উপর অবস্থিত। অথচ সেখান থেকে মাত্র ৬টি ঘর ভাঙ্গা হয়েছে। অজ্ঞাত কারনে বাকি ঘরগুলো ভাঙ্গা হয়নি। এনিয়েও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
ঔষধের দোকানদার মোবারক হোসেন বলেন, আমরা পূর্বে থেকেই এই জমি ভোগ করে আসছি এটা সরকারী রাস্তা থেকে বাইরে। তাছাড়া এব্যপারে আমরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটা আবেদন করেছি। সে আবেদন সম্পর্কে আমাদের কিছুই জানানো হয়নি। দোকানের জিনিসপত্র সরানোরও কোন সুজোগ দেওয়া হয়নি,বিষয়টি অমানবিক।
এব্যপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল কবীর বলেন, এবাজার থেকে ছয়টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।