সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী দেশে ফিরে আসতে চাইলে তার নিজ দায়িত্বে আসতে হবে। সরকার বা আওয়ামী লীগ তার আসার দায়িত্ব নেবে না। লতিফ সিদ্দিকী ইসলাম ধর্ম সম্পর্কে কটূক্তির জন্য তার বিরুদ্ধে দল থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হয়েছে। তাকে মন্ত্রীসভা থেকে অপসারণ করা হয়েছে। দলের প্রাথমিক সদস্য পদ থেকে তাকে বহিষ্কার করার জন্যও নিয়ম রয়েছে। সেই নিয়ম অনুযায়ী তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। সেটি তার স্থায়ী ঠিকানায় পৌঁছেছে। তিনি সঠিক কারণ দর্শাতে ব্যর্থ হলে তাকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হবে। তিনি যখন চূড়ান্তভাবে বহিষ্কার হবেন তখন তিনি আওয়ামী লীগের এমপি থাকবেন না। তবে এ ব্যাপারে সিদ্ধান্ত দেয়ার অধিকার স্পিকারের রয়েছে বলে তিনি জানান।
বৃহস্পতিবার সকালে জয়দেবপুর-টাঙ্গাইল জাতীয় মাহসড়কের পুংলী সেতু উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, দুদককে পূর্ণ স্বাধীনতা দেয়া হয়েছে। দুদকের কাজে সরকার কোনো হস্তক্ষেপ করবে না। তিনি যত প্রভাবশালী হোক, তার বিরুদ্ধে যত মামলা হয়েছে তা নিজস্ব গতিতে চলবে।
মন্ত্রী জানান, আগামী ডিসেম্বর-জানুয়ারি মাসে এডিপির অর্থায়নে তিন হাজার কোটি টাকা ব্যয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চার লেনের কাজ শুরু হবে। এটি হলে এই মহাসড়কে যানজট নিরসন হবে।
তিনি আরো জানান, জাইকার অর্থায়নে ৩২ কোটি টাকা ব্যয়ে জয়দেবপুর-টাঙ্গাইল জাতীয় মাহসড়কের পুংলী সেতু নির্মাণ করা হয়। ১৩১ মিটার প্রস্থ এ সেতু নির্মাণ কাজ বাস্তবায়ন করে সড়ক ও জনপথ অধিদপ্তর।
মন্ত্রী আরো বলেন, দুদককে পূর্ণ স্বাধীনতা দেয়া হয়েছে। দুদকের কাজে সরকার কোনো হস্তক্ষেপ করবে না। তিনি যত প্রভাবশালী হোক, তার বিরুদ্ধে যত মামলা হয়েছে তা নিজস্ব গতিতে চলবে।
মন্ত্রী জানান, আগামী ডিসেম্বর-জানুয়ারি মাসে এডিপির অর্থায়নে তিন হাজার কোটি টাকা ব্যয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চার লেনের কাজ শুরু হবে। এটি হলে এই মহাসড়কে যানজট নিরসন হবে।
তিনি আরো জানান, জাইকার অর্থায়নে ৩২ কোটি টাকা ব্যয়ে জয়দেবপুর-টাঙ্গাইল জাতীয় মাহসড়কের পুংলী সেতু নির্মাণ করা হয়। ১৩১ মিটার প্রস্থ এ সেতু নির্মাণ কাজ বাস্তবায়ন করে সড়ক ও জনপথ অধিদপ্তর।