প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন । প্রধানমন্ত্রী বলেছেন, ক্রিকেটে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আরো এগিয়ে যাবে।
ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে তিন উইকেটে জয়ের পর সংযুক্ত আরব আমিরাত থেকে এ অভিনন্দন বার্তা পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল জানান, প্রধানমন্ত্রী তার অভিনন্দন বার্তায় বাংলাদেশের সব খেলোয়াড়, ম্যানেজার, কোচ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের এ অর্জনের জন্য বিশেষ ধন্যবাদ জানিয়েছেন।
টেস্ট বিজয়ের পরপরই প্রধানমন্ত্রী বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে ফোন করেন এবং তার মাধ্যমে খেলোয়াড়দের তার অভিনন্দন পৌঁছে দেন।
মাহবুবুল হক শাকিল জানান, বাংলাদেশ ক্রিকেট দল তাদের এ বিজয়ের ধারা অব্যাহত রাখবে। উত্তরোত্তর আরো উন্নতি করবে। এই প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী।