প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে সনাতনধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব। গতকাল ছিল শুভ বিজয়া দশমী। এবার শাস্ত্রীয় ও তিথি হিসাবমতে, নবমী ও দশমী একই দিনে পড়ে। ফলে গতকাল মহানবমী ও বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটছে। ৩০ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে পাঁচ দিনের দুর্গা পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর মহাসপ্তমী, মহাঅষ্টমী ও মহানবমীতে হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার নারী-পুরুষ ধর্মীয় নানা আচার-অনুষ্ঠান পালন করেন।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী রামকৃষ্ণ মঠে সকাল ৭টায় দশমী পূজা সমাপন এবং ৯টা ৫৮ মিনিটের মধ্যে দর্পণ বিসর্জন ও শান্তির জলগ্রহণ হলেও দেশের অন্যান্য ম-পে শুক্রবার বিজয়া দশমীর ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। তবে প্রতিমা বিসর্জন হবে আজ।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নির্মল চ্যাটার্জি বলেন, এবার নবমী ও দশমী একই দিন হওয়াতে বেশিরভাগ মন্ডপেই শুক্রবার দশমীর আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। তবে সারা দেশে একযোগে প্রতিমা বিসর্জন হবে আজ। বিজয়া দশমী উপলক্ষে আজ সরকারি ছুটি। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পক্ষ থেকে বিকাল ৩টা ৩০ মিনিটে বিজয়া দশমীর বৃহৎ বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে।
দেবী দুর্গাসহ অন্যান্য দেব-দেবীকে এ শোভাযাত্রাসহ সদরঘাট নৌ-টর্মিনালে নেয়া হবে। সেখানে প্রতিমা বিসর্জনের মাধ্যমে তাদের আনুষ্ঠানিক বিদায় জানানো হবে। দেবী মর্ত্যলোক থেকে আবার স্বর্গলোকে গমন করবেন।
বিজয়া দশমী উপলক্ষে মহানগর সার্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি নেয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে স্বেচ্ছায় রক্তদান, বিজয়া দশমীর র্যালি ইত্যাদি। এ উপলক্ষে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ অন্যান্য বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করছে। তাছাড়া জাতীয় দৈনিকগুলো এ উপলক্ষে বিশেষ নিবন্ধ প্রকাশ করছে।
এদিকে, বাংলাদেশ কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে বিজয়া দশমী উপলক্ষে দেশের জনগণকে শুভেচ্ছা জানানো হয়েছে। পরিষদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা করায় সব রাজনৈতিক দল, সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছে।
এছাড়া বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকেও দেশবাসীর প্রতি বিজয়া দশমীর শুভেচ্ছা জানানো হয়েছে।