শ্রীপুর উপজেলার রাজাবাড়ী এলাকায় এক সড়ক দুর্ঘটনায় দুই বালু শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা হলেন শ্রীপুর উপজেলার বেড়াবাড়ী গ্রামের মোকসেদ আলীর পুত্র শুক্কুর আলী (৩০) এবং কাপাসিয়া উপজেলার দস্যু নারায়নপুর গ্রামের কাজিম উদ্দিনের পুত্র উজ্জল মিয়া (২৭)।
২০ অক্টোবর সোমবার বিকেল সাড়ে ৩টায় কাপাসিয়া-রাজেন্দ্রপুর সড়কের রাজাবাড়ী উচ্চ বিদ্যালয়ের সামনে দুর্ঘটনাটি ঘটে।
শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম জানান, কাপাসিয়ার নাজমুলের বালুর গদি থেকে বালু ভর্তি ট্রাক রাজেন্দ্রপুর আসছিল। এসময় কাপাসিয়া-রাজেন্দ্রপুর সড়কের রাজাবাড়ী এলাকায় ওই ট্রাকটি দ্রুতগামী মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে বালুবাহী ট্রাকটি উল্টে যায়। এতে ট্রাকের উপরে থাকা দুই বালু শ্রমিক বালুর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। ট্রাক চালক জালাল উদ্দিন ও হেলপার অজ্ঞাত পলাতক রয়েছে।
শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম জানান, কাপাসিয়ার নাজমুলের বালুর গদি থেকে বালু ভর্তি ট্রাক রাজেন্দ্রপুর আসছিল। এসময় কাপাসিয়া-রাজেন্দ্রপুর সড়কের রাজাবাড়ী এলাকায় ওই ট্রাকটি দ্রুতগামী মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে বালুবাহী ট্রাকটি উল্টে যায়। এতে ট্রাকের উপরে থাকা দুই বালু শ্রমিক বালুর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। ট্রাক চালক জালাল উদ্দিন ও হেলপার অজ্ঞাত পলাতক রয়েছে।
পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।