স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ আওয়ামী সমবায় লীগের গাজীপুর জেলা শাখার পরিচিতি সভা আজ মঙ্গলবার টঙ্গীর নোয়াগাঁও এমএ মজিদ মিয়া উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
জেলা আওয়ামী সমবায় লীগের সভাপতি মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।
১১১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ আওয়ামী সমবায় লীগের গাজীপুর জেলা শাখার সভাপতি হলেন- মোঃ মাজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক- আলমগীর হোসেন (তুষার), সহ-সভাপতি- মহিদুল হক লিংকন, শাহজাহান তালুকদার, আলিমুল হক, শাহিদা আক্তার, রুমা আক্তার, সাংগঠনিক সম্পাদক- অধ্যাপক এম.এ মজিদ, নির্বাহী সদস্য নাসির উদ্দিন, ওহাব মৃদা, আল-আমিন খান প্রমুখ।
কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আমিনুর রহমান সগির ও সাধারণ সম্পাদক এম.জি আজম মাহমুদ এ কমিটি অনুমোদন দিয়েছেন।
সভার শুরুতেই কমিটির নেতৃবৃন্দ সংগঠনের প্রধান পৃষ্ঠ পোষক হিসাবে আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এম.পি সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।