গাজীপুর অনলাইনঃ ২৮ অক্টোবর সোমবার শেষরাতে টঙ্গীর লেদুমোল্লা রোড এলাকা থেকে দলীয় কর্মসুচি সম্বলিত পোষ্টার ও প্রচার পত্রসহ তিন শিবির কর্মীকে আটক করেছে টঙ্গী মডেল থানা পুলিশ।
আটককৃতরা হলেন, টঙ্গী এরশাদ নগর এলাকার ৭ নং ব্লকের হেলাল উদ্দিনের ছেলে ওমর ফারুক রাজিব (১৯), ৫ নং ব্লকের ইউনুস আলীর ছেলে আব্দুল খালেক ও একই থানা এলাকার লেদুমোল্লা রোডের শহীদ মিয়ার ছেলে শাহীন হোসেন (৩৫)।
টঙ্গী থানা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল কুদ্দুস জানায়, সোমবার দিবাগত রাত সাড়ে ৩ টায় উল্লেখিত এলাকায় ধৃত শিবিরকর্মীরা মঙ্গলবারের দলীয় কর্মসূচি সম্বলিত প্রচারপত্র বিলি ও পোষ্টার লাগানোর সময় তাদের আটক করা হয়। এ সময় পুলিশ তাদের হেফাজত থেকে বিপুল পরিমান পোষ্টার ও প্রচারপত্র উদ্ধার করে থানা হাজতে পাঠায়।
পরে তাদের বিরুদ্ধে টঙ্গী থানায় মামলা দিয়ে আদলাতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।