টঙ্গীর গাজীপুরা এলাকায় একটি ৮ তলা বাসায় অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ বোমা তৈরীর সরঞ্জাম, জেহাদী বই ও সিডি উদ্ধার করেছে। এ সময় ছাত্র শিবিরের দুই সাথীকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা এলাকায় সামসুল ইসলামের মালিকানাধীন বাইতুল হামদুলিল্লা ভবনে অভিযান চালায় পুলিশ।
পুলিশ ভবনের ৭ম ও ৮ম তলায় তল্লাশী চালিয়ে বিপুল পরিমাণ গান পাউডার, বোমা তৈরীর সরঞ্জাম, জেহাদী বই, সিডি, বিভিন্ন কাগজপত্র জব্ধ করে। এসময় আল মানারাত ইন্টারন্যাশনালের এমবিএ’র ছাত্র আব্দুল্লাহ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের ছাত্র হাসানুজ্জামানকে আটক করা হয়। আটককৃতরা জামায়াত শিবিরের কর্মী বলে জানিয়েছে পুলিশ।
গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, টঙ্গী থানার ওসি মোঃ ইসমাইল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ জানান, ভবনটিতে জামায়াত ও ছাত্র শিবির গোপনে নানা কার্যক্রম পরিচালনা করছিল। এছাড়া ঢাকায় তাদের নাশকতার পরিকল্পনা ছিল।