নির্বাচন কমিশন বিজয় দিবসে জাতিকে স্মার্ট কার্ড দেওয়ার পরিকল্পনা করে একটি খসড়া তৈরি করলেও বিভিন্ন জটিলতায় কমিশনের পক্ষে তা আর দেওয়া সম্ভব হচ্ছে না। তবে আগামী স্বাধীনতা দিবসে (২৬ মার্চ) উপহার হিসেবে জাতিকে স্মার্ট কার্ড দেওয়ার জন্য নতুন করে পরিকল্পনা করছে ইসি। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
ইসি সূত্র জানায়, স্মার্ট কার্ড প্রদানের আগে বিশেষ কোনো ব্যক্তিকে দিয়ে এর উদ্বোধন করা হবে। সে লক্ষ্যে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ কাজ করে যাচ্ছে।
এ ব্যাপারে নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহ নেওয়াজ শীর্ষ নিউজকে বলেন, স্মার্ট কার্ড প্রদানের বিষয়টি বিশ্বব্যাংকের অনুমোদনের ওপর নির্ভর করছে। বিশ্বব্যাংকের সহায়তায় স্মার্ট কার্ড তৈরির জন্য দরপত্র আহ্বান ও তা গ্রহণের কাজ শেষ হয়েছে। মূল্যায়নের বিষয়টি বিশ্বব্যাংকের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এটি সম্পন্ন হলেই স্মার্ট এনআইডি কার্ড তৈরি শুরু হয়ে যাবে। সবকিছু ঠিক থাকলে আগামী স্বাধীনতা দিবসে স্মার্ট কার্ড দেওয়া সম্ভব হতে পারে।
এদিকে ইসির উপ-সচিব পর্যায়ের এক কর্মকর্তা জানান, বিজয় দিবসকে কেন্দ্র করে স্মার্ট কার্ড দেওয়ার একটা পরিকল্পনা করেছিল ইসি। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ কমিশন বৈঠকে পরিকল্পনার একটি খসড়াও তুলে ধরা হয়েছিল। কিন্তু তাদের গাফিলতির কারণে বিজয় দিবসে নাগরিকদের হাতে ইসি জাতীয় পরিচয়পত্র তুলে দিতে পারছে না। তবে ২৬ মার্চকে কেন্দ্র করে পুনরায় পরিকল্পনা করছে (ইসি)।
তিনি আরো জানান, ভোটারদের হাতে স্মার্ট কার্ড তুলে দেওয়ার আগে ইসির ডাটা বেইজে সংরক্ষিত প্রায় নয় কোটি ভোটারদের তথ্য ও বিদ্যমান ভুলসমূহ সংশোধনের সুযোগ দেবে ইসি। বছরের শেষের দিকে এই ভুল সংশোধনের সুযোগ দেয়া হবে। এর আগে বিভিন্ন মাধ্যমে প্রচারও চালানো হবে। প্রচারণাগুলো চালানো হবে; মোবাইল এসএমএস, টিভি স্ক্রল, ব্যানার, প্রেস বিজ্ঞপ্তি, টিভি বিজ্ঞাপন, বিলবোর্ডে ও থিম সং-এর মাধ্যমে।