ডেস্ক: আজ দ. কোরিয়ায় ঈদ। দক্ষিণ কোরিয়ায় অনেক প্রবাসী বাংলাদেশী রয়েছেন। কেউ পরিবার নিয়ে। তবে অধিকাংশই থাকেন একা। যাদের অনেকেই থাকেন ইনচনে। আর এ শহরের পাশেই আনসানে থাকেন উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশী। তারা সবাই আজ ঈদ করবেন ভিন্ন পরিবেশে। ভিন্ন আমেজে।
কোরিয়াতে শুক্রবার ছিল সরকারি ছুটি। আর শনি ও রোববার সাপ্তাহিক বন্ধ। সব মিলিয়ে অনেকেই তিন দিনের ছুটি পেয়েছেন।
এক প্রবাসী বলেন, সকালে নামাজ পড়ব। কোরিয়াতে হাতে গোনা কয়েকটি মসজিদ। তাই দূর-দূরান্ত থেকে অনেকেই এসে নামাজ পড়তে পারেন না। কোরবানি দিতে পারব না। কারণ এখানে সরকারি অনুমতি নেয়ার ব্যাপার আছে। বাজার থেকে গরুর মাংস কিনে এনে রান্না করব।
তবে এবার ঈদের মজাটা বেশি হবে এ কারণে যে, শনিবার ঈদ। পরদিন সাপ্তাহিক বন্ধ থাকবে। তাই ঈদের আনন্দটা বাড়বে। তবে কিছুটা কষ্টে রয়েছেন তুহিন ও শাহিন। দুজন একই কোম্পানিতে চাকরি করেন।
কিন্তু অন্যরা সরকারি ও ঈদের ছুটি পেলেও তারা পাননি। তাই শুক্রবার রাতে কাজ সেরেই ঘরে ফিরে আসেন। রাতেই ঈদের জন্য সেমাই রান্না করে রাখেন। সকালে খেয়ে মসজিদে যাবেন। দু'ঘণ্টার ছুটি পেয়েছেন। নামাজ পড়েই আবার কাজে যোগ দিতে হবে।
তুহিন বলেন, এটাই প্রবাস জীবন। ঈদের দিনও আমরা ছুটি পাই না। তবে আমরা এখানে কষ্ট করলেও পরিবার তো আনন্দ করছে। এতেই আমরা খুশি।