স্টাফ রিপোর্টারঃ শ্রীপুরে বিল থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার গাজীপুরের শ্রীপুর উপজেলার বাপতা গ্রামের বিলে এ লাশ দুইটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন- স্থানীয় খলিলুর রহমানের ছেলে শিমরান (৩) ও বগুড়া জেলা সদরের সুপিনাথ গ্রামের মিন্টু শেখের ছেলে তাসিম (৪)।
জানা যায়, তাসিম গত শনিবার মা-বাবার সঙ্গে শিমরানদের বাড়িতে বেড়াতে এসেছিলো।
শিমরানের বাবা খলিলুর রহমান জানান, সোমবার বিকেল ৪টার দিকে শিমরান ও তাসিম খেলতে গিয়ে নিখোঁজ হয়। সন্ধ্যা ৬টার দিকে বাড়ির পাশ্ববর্তী বিলে প্রথমে শিমরান ভেসে উঠে। তাঁকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়। পরে বিলে তল্লাশি চালিয়ে তাসিমের লাশ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল জানান, তাঁদের রাতেই দাফন করা হয়েছে।