শ্রীপুর থানা পুলিশ আন্তঃজেলা ডাকাত দলের সরদার বাবুল (৩০) কে ৩ টি আগ্নেয়াস্ত্রয়াসহ গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রোববার রাত ৮ টায় বাবুলকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের জাহাঙ্গীরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
বাবুলের দেয়া তথ্যমতে ওই এলাকার বিভিন্ন স্থান থেকে পুলিশ ২টি পিস্তল, ১টি পাইপগান, ২ রাউন্ড গুলি ও ৮ কার্টুন বিয়ার উদ্ধার করে। সে উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের আফাজ উদ্দিনের পুত্র।
শ্রীপুর থানার ওসি মহসিনুল কাদির জানান, বাবুল আন্তজেলা ডাকতি দলের সদস্য তার বিরুদ্ধে শ্রীপুরসহ বিভিন্ন থানায় ডাকাতি, ধর্ষণ ও হত্যা মামলা রয়েছে। তার বিরুদ্ধে থানায় অস্ত্র ও মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।