শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের নিশ্চিন্তপুর জঙ্গল থেকে বৃহস্পতিবার অজ্ঞাত (৫০) এক মহিলার লাশ উদ্ধার করেছে শ্রীপুর মডেল থানা পুলিশ।
শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল কাশেম জানান, বৃহস্পতিবার সকালে নিশ্চিন্তপুর এলাকার লোকজন সড়কের পাশে ওই মহিলার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
তিনি জানান, লাশের পরনে চেক সালোয়ার কামিজ পড়া ছিল। লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুর্বৃত্তরা ওই মহিলাকে অন্য কোথাও হত্যার পর লাশ নিশ্চিন্তপুর জঙ্গলে ফেলে রেখে যায়।
ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।