স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে পথচারীদের পথরোধ করে ছিনতাইয়ের সময় দুই ছিনতাইকারীকে আটক করে গনধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। ২১ অক্টোবর মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০ টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর পৌর এলাকার বেড়াইদেরচালা (শ্রীপুর টেক্র্যটাইলে মিলের সামনে) ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলো উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের জাফর মিয়ার পুত্র মাসুম মিয়া (২০) এবং রফিকুল ইসলামের পুত্র রুবেল মিয়া (২২)। এসময় তাদের অপর সহযোগী রতন মিয়ার পুত্র সূজন মিয়া (২৫) দৌড়ে পালিয়ে যায়। ছিনতাইকারীদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি লাল পালসার মোটরসাইকেল (নং ঢাকা মেট্রো-ল-১৩-৬২৬৮) উদ্ধার করা হয়।
ছিনতাইয়ের শিকার পৌর এলাকার দারগারচালা গ্রামের ফজলু মিয়ার পুত্র ইসমাইল হোসেন (১৭) জানান, মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ওই দুই ছিনতাইকারী আমার পথরোধ করে। তারা আমার কাছ থেকে মোবাইল ও সাথে থাকা টাকা ছিনিয়ে নেয়। এসময় আমি ছিনতাইকারীদের মোবাইল ফোনটি ফেরত দেওয়ার অনুরোধ জানালে তারা আমাকে ছুরি দেখিয়ে হত্যার হুমকি দেয় এবং তাদের মোটরসাইকেলে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে আমি চিৎকার শুরু করেলে স্থানীয় লোকজন তাদেরকে আটক করে গনধোলাই দিয়ে শ্রীপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে।
শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে পথচারীদের আটক করে মোবাইল ও টাকা ছিনতাই করার সময় এলাকাবাসী দু’ছিনতাইকারীকে আটক করে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দু’ছিনতাইকারীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। আজ ২২ অক্টোবর বুধবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
উল্লেখ্য, ১৫ অক্টোবর বুধবার দিবাগত রাত সাড়ে ৩টায় ওই সড়কের আনসার রোড এলাকায় ছিনতাইকারীরা স্থানীয় গার্মেন্টেসের এক নারী শ্রমিককে ছিনতাই করতে না পেরে শ্লীলতাহানী করে ধর্ষনেরচেষ্টা করে। পরে ওই শ্রমিককে ছুরি দিয়ে আঘাত করে তার বাম হাতের আঙ্গুল কেটে ফেলে।