স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের টঙ্গীর আমতলি কেরানিরটেক এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় ঝটিকা অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী খোকন খান (৪১) ও শাহআলমকে গ্রেফতার করে টঙ্গী থানা পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে ১১’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
থানা সুত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা ৬টার সময় টঙ্গী থানার সার্কেল এএসপি গোলাম সবুর ও থানার ওসি ইসমাইল হোসেনের নেতৃত্বে এএসআই মিজানসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার মাদক সমাজ্ঞী রিনার বাড়িতে ঝটিকা অভিযান চালায়।
এসময় ওই বাড়িতে তল্লাশী চালিয়ে ১১’শ পিস ইয়াবা উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ৩লাখ ৩০ হাজার টাকা বলে জানা গেছে।
এ ব্যপারে টঙ্গী থানার ওসি ইসমাইল হোসেনের সাথে যোগাযোগ করলে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।